Buy Hostinger hosting from Bangladesh

আপনি যদি একজন বাংলাদেশি ব্লগার হোন, তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আপনি কি Hostinger হোস্টিং কিনতে চাইছেন? অথচ পেমেন্ট করতে পারছেন না? তাহলে চিন্তা করবেন না।

আজকে আমি আপনাকে সমাধান বলে দেবো, যাতে আপনি আপনার লোকাল পেমেন্ট মেথড ব্যাবহার করে, Hostinger hosting কিনতে পারেন। তাও আবার বিশেষ ছাড়ে, কারন আমি আপনাকে একটি Cupon Code দেবো, যেটি ব্যাবহার করলে ১০% থেকে ২০% ছাড় পাবেন।


Hosting কেনার আগে কিছু জেনে নিন

আপনি কি জানেন? বর্তমানে আপনাদের বাংলাদেশে বহু ব্যাক্তি এটা নিয়ে ব্যাবসা শুরু করেছে। ওরা কি করে, ওদের international payment method ব্যাবহার করে Hostinger হোস্টিং কিনে, আপনাকে প্রভাইট করে।

এর বিনিময়ে তারা মোটা টাকা চার্জ করে, অর্থাৎ হোস্টিংয়ের মূল্য ছাড়াও অতিরিক্ত টাকা ধার্য্য করে। যা কোনো বিগিনার আফোর্ট করতে পারে না, আবার বেশিরভাগ বিগিনার, Student হয়ে থাকে, যাদের এতো টাকাও খরচ করার সামর্থ নেই।

এরকম বহু বিগিনার আমাকে কমেন্টে জানায়, কীভাবে তারা Hostinger হোস্টিং কিনবে? এ ব্যাপারটা নিয়ে অনেক খোঁজ খবর নিতে শুরু করলাম। খোঁজ খবর নিতে তো হবেই, কারন আমি যে জিনিসের রেকমেন্ড করবো, তার মাধ্যমে কেউ যাতে না ঠকে।

তারপর একদিন এই সাইটের সন্ধান পেলাম, এবার আমার কাজ ছিল সাইটের সম্বন্ধে খোঁজ খবর নেওয়া, কারন ফ্রট হওয়ার ভয় থেকেই যায়। আমি আমার বাংলাদেশি বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলাম, এই সাইটের সম্বন্ধে জানতে।

আমি অবাক হলাম শুনে, ওদের মধ্যে অনেকই ঐ সাইট থেকে Hostinger হোস্টিং কিনেছে। ওরা আরও বললো, ঐ একমাত্র সাইট, যেটা থেকে সবথেকে কম দামে হোস্টিং কেনা যায়। অর্থাৎ খুবই সামান্য টাকা অতিরিক্ত হিসেবে ধার্য্য করে।


বাংলাদেশ থেকে Hostinger হোস্টিং কিনবেন কীভাবে?

আপনি যদি এই সাইটের মাধ্যমে হোস্টিং কিনতে চান, তবে দুটো পদ্ধতি রয়েছে –

  • আপনি ওদের সাইটে গিয়ে, আপনার পছন্দের হোস্টিং চেকআউট করে নিতে পারবেন,
  • নাহলে ওদের নাম্বারে যোগাযোগ করেও, হোস্টিং কিনতে পারেন। আপনার যদি কোনো জানার থাকে, সেটাও whatsapp করে জেনে নিতে পারবেন।

Website Link ও Number পেতে নিচের বাটনে ক্লিক করার পর, আপনার ইমেইল দিয়ে লগইন হতে হবে। লগইন হয়ে গেলে, একবার ব্যাক করবেন এবং রিফ্রেস করবেন। তাহলে ডিটেইলস পেয়ে যাবেন।



Hosting কিনতে discount কীভাবে পাবেন?

দেখুন, যেহেতু অন্যের মাধ্যমে payment হবে, তাহলে বুঝতেই পারছেন, ওরা অল্প কিছু নেবে। তা বলে এই নয়, ওরা ইছাখুসি দাম বলবে, যেটুকু না নিলে নয়, সেটা ওরা নেবেই। কেউ বেশি নেয়, কেউ কম কিন্তু নেবেই, তারমধ্যে কিছু ছাড় অবশ্যই রয়েছে।

আপনি যদি সরাসরি Website থেকে চেকআউট করেন, তাহলে ডিসকাউন্ট নাও পেতে পারেন। এরজন্য আপনাকে ওদের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং আমার পরিচয় দিতে হবে বা TECHPARIMAL, এই কুপন কোড পাঠাতে হবে।

👉 কন্টাক্ট ফোন নাম্বার – ঐ সাইটের ফুটার সেকশনে ওদের ফোন নাম্বার রয়েছে।

P. Mahata (West Bengal)

You can solve many of your problems through this site. Especially WordPress, Blogger, YouTube, Coding, Website Design, Solutions, etc.